

আমিরুল ইসলাম, নকলা- নালিতাবাড়ী প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের তারাগঞ্জ দক্ষিণ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের উদ্যোগে ক্ষতিগ্রস্ত অপেক্ষাকৃত কম পুঁজির ৭ জন ব্যবসায়ীর মাঝে এ অনুদান বিতরণ করা হয়।
অনুদান বিতরণ করেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
এ সময় স্থানীয় কাউন্সিলর ও পৌর প্যানেল মেয়র সুরঞ্জিত সরকার বাবলুসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্ত ৭ ব্যবসায়ীর প্রতিজনকে ২০ হাজার করে টাকা অনুদান প্রদান করা হয়।
এরা হলেন- হাজেরা খাতুন, আব্দুল হাই, আব্দুর রশিদ, সাধন চন্দ্র নমদাস, লক্ষীকান্ত সাহা, জয়নাল আবেদীন ও বদিউজ্জামান।
উল্লেখ্য, গত ১ লা জুলাই শুক্রবার ভোররাতে আকস্মিক অগ্নিকাণ্ডে তারাগঞ্জ দক্ষিণ বাজারের ১১টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে যায়।