
দিপংকর রায় (বিরল–বোচাগঞ্জ) দিনাজপুরঃ
দিনাজপুরের বিরলে ভরা বৃষ্টির মৌসুমে বৃষ্টি দেখা না পাওয়ায় আর প্রখর রৌদ্রের তাপে শঙ্কায় দিন কাটাচ্ছে বিরল উপজেলার কৃষকরা।
গত দুই তিন সপ্তাহে মৃদু তাপ প্রবাহে বৃষ্টির এই ভরা মৌসুমে শুকিয়ে গেছে মাঠ ঘাট। উপজেলা ঘুরে দেখা যায় আমন ধানের ভরা এই মৌসুমে বীজ তোলা প্রস্তুত থাকলেও রোপণ করতে পারছে না কৃষকরা খা খা করছে ফসলের মাঠ। প্রচন্ড রোদে ছোট ছোট খাল গুলোর জল শুকিয়ে যাওয়ার বিপন্ন হচ্ছে দেশীয় প্রজাতির মাছ।
বিশেষ করে বিপদে পাট চাষিরা প্রচন্ড রোদ আর খড়ায় খাল বিলে শুকিয়ে গেছে পানি, শুকিয়ে যাচ্ছে পাট। প্রচন্ড রোদে কাজে কষ্ট হচ্ছে কর্মজীবি মানুষদের। বৃষ্টির আশায় এখনো প্রহর গুনছে মানুষ। অনেক জায়গায় সেচ পাম্প দিয়ে জমিতে পানি দিতেও দেখা যায়।বৃষ্টির আশায় ইস্তিকার নামাজ আদায় করছে হাজারো মানুষ।
বেশ কয়েক জন কর্মজীবি ও কৃষকের সাথে কথা বললে তারা দেশ বাংলাকে তাদের কষ্টের কথা প্রকাশ করতে গিয়ে বলেন মহা বিপদে আছি।। পারছি না কাজ করতে আবার কাজ না করেও উপায় নেই পেট খায় তো। এই রোদ্রে ১০ মিনিটের বেশি কাজ করা যাচ্ছে না।
আর কৃষকরা জানান জমিতে পানি নেই ধান লাগাতে পারছি না। দেখেন জমিতে ধুলো উড়ছে। চাষাবাদ করে পাই না দাম আর এখন সেচ পাম্প ছাড়া উপায় নেই, কি করবো বলেন খরচ বাড়বে। নইলে আবার ধানের চারা নষ্ট হয়ে যাবে।। পাট কেটে রেখেছি কিন্তু জাগ দিতে পারছি না খালে পানি নেই।। শুকিয়ে যাচ্ছে পাট তাই মেশিন দিয়ে খালে জল দিয়ে পাট জাগ দিতে হবে।।