
মোহাম্মদ আলাউদ্দিন, কুমিল্লা দক্ষিণ:
বাংলাদেশ অনুর্ধ্ব ১৭ জাতীয় দলে সুযোগ পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্রিকেট একাডেমির ছাত্র ফাস্ট বোলার সানজিদ মজুমদার সিয়াম। এটি কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্রিকেট একাডেমির জন্য আরও একটি সফলতা। এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাডেমি থেকে মেহেদী হাসান অনুর্ধ্ব ১৭ এবং অনুর্ধ্ব ১৯ জাতীয় দলে সুযোগ পায়। এছাড়া তানভীর আহমেদও অনুর্ধ্ব ১৯ প্রাথমিক দলে সুযোগ পায়।
এদিকে সিয়াম অনুর্ধ্ব ১৭ দলে জাতীয় পর্যায়ে সুযোগ পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল।
নাফিসা কামাল তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, আমাদের উদ্দেশ্যই কুমিল্লার ছেলেদের থেকে জাতীয় মানের খেলোয়াড় তৈরি করা। এজন্যই আমরা কুমিল্লার লালমাইতে একাডেমি গড়ে তুলেছি।
একাডেমির উপদেষ্টা গোলাম সারওয়ারও এটাকে কুমিল্লার অর্জন হিসেবে দেখেন। তিনি বলেন- এমন ভাবেই কুমিল্লার ক্রিকেট কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মাধ্যমে এগিয়ে যাবে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্রিকেট একাডেমির কোচ মো. আতিকুর রহমান এর পরিশ্রমে তানভীর হাসান, মেহেদী হাসান এর পর বাংলাদেশ অনুর্ধ্ব ১৭ দলে সুযোগ করে নিলো সিয়াম।