
স্টাফ রিপোর্টার, রাজশাহী :
রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার ভূগরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ মুখে ইটের গাথুঁনি দিয়ে স্থায়ী নির্মাণ প্রাচীর ভেঙ্গে দিলেন প্রশাসন। এতে করে বিদ্যালয়ে প্রবেশ করতে পারছিলেন না শিক্ষকসহ শিক্ষার্থীরা।
সোমবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার এসময় পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার উপস্থিত থেকে নির্মাণকৃত সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলেন।
এর আগে রোববার (১৭ জুলাই) স্কুল গেটে প্রাচীর নির্মাণ করা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তাতেই টকন নড়ে কর্তৃপক্ষের। সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রাচীর ভাঙ্গার পর শিক্ষক ও শিক্ষার্থীরা অাগের মত স্বাভাবিক চলা-ফেরা করতে পারছেন। জমির মালিক জায়নাল ও পলাশের উপস্থিতিতে এই প্রাচীরটি ভাঙ্গা হয়েছে।
পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার জানান, জয়নাল ও পলাশ কথা দিয়েছিল তারা নিজ দায়িত্বে প্রাচীর ভেঙ্গে নিবেন। কিন্তু ভেঙ্গে না নেওয়ার আজ সকালে প্রাচীর ভেঙ্গে ফেলা হয়েছে।