
নিজস্ব প্রতিবেদকঃ
কিল, ঘুষি, চর-থাপ্পর সংঘর্ষ ও বহু নাটকীয় ঘটনার পর স্থগিত করা হলো দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগ ত্রি-বার্ষিক সম্মেলন। দীর্ঘ ২৭ বছর পর আগামী ২১ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছিল সম্মেলন। এই সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে যেমন ছিলো উচ্ছ্বাস তেমনি ছিলো উত্তেজনা।
এদিকে গতকাল শনিবার বিকালে জাতীয় সংসদের মেম্বারস ক্লাবে দেবিদ্বার উপজেলা আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় ১ ইউনিয়ন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে এমপি রাজী মোহাম্মদ ফখরুল আচমকা দেবিদ্বার উপজেলা চেয়ারম্যানের নাকে ঘুষি মারলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এমপি কর্তৃক উপজেলা চেয়ারম্যানকে মারধরের ঘটনা প্রকাশে এলে উত্তপ্ত হয়ে উঠে দেবিদ্বার। এরপর উপজেলা চেয়ারম্যান সমর্থকরা বিক্ষোভ শুরু করলে পাল্টা প্রতিরোধে এগিয়ে আসে এমপি রাজীর সমর্থকরা। এতে উভয় গ্রুপের মধ্যে বাঁধে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা এতে আহত হন কমপক্ষে ১৫/২০ জন।সংঘষের্র উত্তাপ ছড়িয়ে পরে গোটা কুমিল্লায়।
ঘটনাটি স্থানীয় আওয়ামী লীগ নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হওয়ায় স্থগিত করা হয় ত্রি-বার্ষিক সম্মেলন।
নাম প্রকাশেরর অনিচ্ছুক একজন দায়িত্বশীল নেতা বলেন, মূলত ত্রি-বার্ষিক সম্মেলনকে ভণ্ডুল করতেই এতো সব নাটকীয় ঘটনা মঞ্চস্ত করা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান সমর্থক এক নেতা বলেন, এমপি রাজী ফখরুল সমর্থকেরা আগামী ২১ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনে তাদের কাঙ্ক্ষিত পদ-পদবী না পাওয়ার আশংকা থেকেই পরিকল্পিত এ বিশৃঙ্খলার সৃষ্টি করেছে।