
শান্তনু হাজরা, কলকাতা, ভারতঃ
অমরনাথ যাত্রাতে ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে ভারত সরকারের তরফে, এমনকী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক বার্তা প্রেরণ করেছেন। দিন বাড়তেই মৃত্যু ব্যক্তিদের পরিচয় জানতে পারা যাচ্ছে। কলকাতার বারুইপুর এলাকার ভূগোল” এম এসসি” ছাত্রী বর্ষা মহুরির মৃত্যুর খবর এসেছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন যে ২ রা জুলাই বর্ষা মা ও মামা কে নিয়ে অমরনাথ পাড়ি দেয় , তবে বর্ষার মৃত্যুর খবর প্রকাশ্যে আসলেও মা ও মামা নিখোঁজ রয়েছে।
এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে মোট ৭ জন পর্যটকের দল অমরনাথ যাত্রা করে তবে তাদের সাথে বাড়ির কোনো যোগাযোগ হচ্ছে না বলে চিন্তায় রয়েছে সকলের পরিবার। একই সঙ্গে আরও জানা যাচ্ছে এই রাজ্যের বিভিন্ন জেলা থেকে অমরনাথ যাত্রায় গিয়ে পাহাড়ী অঞ্চলে আটকে পড়েছে, এর মধ্য রয়েছে কলকাতার নাগের বাজারের বিপুল ঘোষ, মানিক তলার একধিক বাসিন্দা । জলপাইগুড়ির ১২ জন পরুষ মহিলা উভয়ে পাহাড়ের বন্দি রয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন আছে।
অপরদিকে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে রাজ্যের বাসিন্দাদের জন্য একটি হেল্প লাইন এর মাধ্যমে এক বিজ্ঞপ্তি জারি করেছে।
অমরনাথে প্রাকৃতিক বিপর্যয়ে আটকে-পড়া পর্যটকদের বিষয়ে খবর নেওয়ার জন্য আগ্রহীরা পশ্চিমবঙ্গ সরকারের কন্ট্রোল রুম নম্বর 033-22143526-এ যে কোন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। এছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জম্মু কাশ্মীর সরকারের সাথে যোগাযোগ রাখছে।
অপরদিকে রাজ্যের বাসিন্দাদের একাংশ রাজ্য সরকারকে অনুরোধ করেছেন- তাদের প্রিয়জনদের ফিরিয়ে আনা হোক। ভারতীয় সেনাবাহিনী সহ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স অমরনাথ বালাতোল এলাকা উদ্ধারে তৎপর রয়েছে, ব্যবহার করছে প্রচুর পরিমাণ হেলিকপ্টার।