
শান্তনু হাজরা, পশ্চিমবঙ্গ ভারত থেকেঃ
অমরনাথ যাত্রার ১৫৩৫ পূর্ণার্থী কে উদ্ধার করেছে ভারতীয় স্থল সেনা ও জাতীয় বিপর্যস্ত মোকাবিলার দল। এখনো পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর এসেছে ভারত সরকারের তরফে। আরও নিখোঁজ রয়েছে ৫, নিখোঁজদের মধ্যে কলকাতার সল্টলেকের বাসিন্দা কুনাল ঘোষ রয়েছে।
দীর্ঘ ২ বছর ধরে আন্তর্জাতিক মহামারীর জন্য বন্ধ ছিল অমরনাথ দর্শন । চলতি বছরে ৩০ জুন যাত্রা শুরু হতেই জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে পূর্ণার্থীরা ভয়াবাহ দুর্ঘটনার শিকার। হঠাৎ কালিমাতা গুহাতে পরিদর্শন করতে গিয়ে পাহাড়ের গায়ে জমে থাকা মেঘ ভাঙা বৃস্টিতে প্রায় ২৫ টি ক্যাম্প সহ ৪ টি লঙ্গরখানা ক্ষতিগ্রস্ত হয়।এক প্রতাক্ষ্যদর্শী জানায়িছে ১০ মিনিটের মধ্য পাহাড়ের গা বেয়ে জল পাঁথর এসে সব কিছু ধুলিসাৎ করে দেয়। এমনকী ৮ জনের মৃত্যু হয়। ওই সময় এই এলাকাতে ১৫ হাজার দর্শনার্থী ছিল। অপরদিকে প্রবল বৃস্টি থাকা কালীন সময়েও পর্যটকদের আগমন ঘটে চলেছে।
ভারত সরকার তরফে অমরনাথ যাত্রা সাময়িক ভাবে স্থগীত রাখা হয়েছে। প্রাণহানীর ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় বাহিনী এবং জম্মু ও কাশ্মীর প্রশাসনকে দ্রুত উদ্ধার ও ত্রাণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। জম্মু ও কাশ্মীর প্রশাসন চারটি হেল্পলাইন নম্বরও চালু করেছে।