
সোহেল সামিঃ
মুসলিম ছাত্রীদের জন্য নামাজ ঘর থাকলেও ছিলোনা অন্যান্য ধর্মাবলম্বীদের কোন প্রার্থনা কক্ষ। এই নিয়ে দাবি তুলেছিলেন ঢাবিতে পড়া কিছু মেয়ে। তাঁদের যৌক্তিক দাবিকে সম্মান জানিয়ে পাঁচটি ছাত্রী হলেই হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান ধর্মালম্বীদের পৃথক তিনটি করে প্রার্থনা কক্ষ তৈরী করে দিলেন ঢাবি প্রশাসন। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়টির প্রোভোস্ট আব্দুল বাসিত বলেন- ‘এতদিন শুধু মুসলিম ছাত্রীদের নামাজ ঘর ছিলো, এখন থেকে অন্যান্য ধর্মের শিক্ষার্থীরাও তাঁদের নিজ নিজ কক্ষে নির্বিঘ্নে প্রার্থনা করতে পারবেন।’
উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য ১৪ টি ও ছাত্রীদের থাকার জন্য ৫ টি হল রয়েছে। এর মধ্যে অমুসলিম ছাত্রদের জন্য রয়েছে পৃথক জগন্নাথ হল। তার কারনে অন্যান্য হলে আর পৃথক প্রার্থনা কক্ষের প্রয়োজন নেই। কিন্তু মেয়েরা যেহেতু একসাথে থাকে, তাই তাদের জন্য এই ব্যাবস্থা। অসাম্প্রদায়িক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে যার পর নাই খুশি বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত ভিন্ন ধর্মাবলম্বী ছাত্রীরা।