
ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহঃ
ময়মনসিংহের ত্রিশালে অলৌকিক ভাবে ভূমিষ্ঠ হওয়া কন্যা শিশু সুস্থ্য আছে।
এর আগে শনিবার দুপুর আড়াইটার দিকে ঢাক-ময়মনসিংহ মহাসড়কের দরিরামপুর কোর্ট ভবন নামক স্থানে ট্রাক (ঢাকা মেট্টো-ট ২০-৩৫৮০) চাপায় ঐ শিশুর বাবা ত্রিশাল উপজেলার রায়মনি গ্রামের ফকিরবাড়ী এলাকার জাহাঙ্গীর (৪২) তার মা রতœা বেগম (৩০) ও বোন সানজিদা (০৬) ঘটনাস্থলেই নিহত হন। অলৌকিক নিহত রতœা বেগমের গর্ভে থাকা ৮-৯ মাসের ঐ শিশু পেট ফেটে ভূমিষ্ঠ হয়। প্রতিবেশি শাহজাহান জানান, নবজাতক শিশুটিকে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে
ময়মনসিংহের সিবিএমসিবি হাসপাতালে ভর্তি করি । পরে হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আরিফ আল নূরের তত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। তিনি জানান, বর্তমানে শিশুটি সুস্থ্য আছে। তবে এক্সরে করার পর জানতে পারি তার ডান হাতের দুটি অংশে ভাঙ্গে গেছে। বড় ধরনের কোন আঘাত নাই বললেই চলে।
এ দিকে মা, বাবা ও বোন হারানো নবজাতককে পালাবদল করে বুকের দুধ খাওয়াচ্ছেন ওই হাসপাতালে সন্তান প্রসব করা অন্যান্য প্রসূতি মায়েরা। শিশুটি ময়মনসিংহ নগরীর চরপাড়া লাবিব হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ বিষয়ে ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছে, ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও ট্রাকের চালক পলাতক রয়েছে। তিনি আরো জানান, শিশুটি সুস্থ্য আছে। ট্রাকের চালককে আটকে অভিযান চলছে।
এ দিকে ঐ শিশুর দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। শনিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর চিকিৎসাধীন ওই শিশুকে দেখতে গিয়ে শিশুটির চিকিৎসা ও পরবর্তী ভরণপোষণের দায়িত্ব নেন তিনি। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক নিজেই বিষয়টি নিশ্চিত করে বলেন আমি ওই শিশুকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। সেখানে গিয়ে শিশুটির চিকিৎসা খরচসহ ভবিষ্যতে যেন কোনো সমস্যা না হয় সেজন্য তার নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট করে দেবো বলেছি।