
নিজস্ব প্রতিবেদক:
অসহ্য তাপদাহে পুড়ছে সারাদেশ। কাঠফাটা রোদে হাঁপিয়ে উঠেছে জনজীবন। ঘরে বাইরে একই অবস্থা। ভরা শ্রাবনেও বৃষ্টির দেখা নেই। আবহাওয়া অধিদপ্তর বলছে দেশজুড়ে এই তাপপ্রবাহ চলবে আরও কয়েকদিন।
আকাশ জুড়ে মেঘের ঘনঘটা আর মুসলধারে বৃষ্টি নামার কথা থাকলেও এবারের শ্রাবণের চিত্রটা একেবারেই ভিন্ন। বৃষ্টির তো দেখাই নেই উল্টো কাঠফাঁটা রোদে অতিষ্ট হয়ে উঠেছে জনজীবন।
অসহ্য তাপদাহে নাভিশ্বাস উঠেছে কর্মজীবী মানুষদের। ঘরে বাইরে কোথাও যেন স্বস্তি নেই।
আবহাওয়া অধিদপ্তর বলছে এবারের তাপদাহ গত কয়েক বছরের চেয়ে বেশি। বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি না হওয়ায় বৃষ্টি হচ্ছে না। ফলে অতিরিক্ত গরম অনুভুত হচ্ছে।
চলতি জুলাই মাসের বিশ তারিখে পর থেকে বৃষ্টি নেমে তাপমাত্রা কিছুটা সহনীয় হবে বলে আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছেন।
এমন সময়ে বেশি প্রয়োজন না থাকলে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ রয়েছে চিকিৎসকদের।