
ক্রীড়া ডেস্কঃ
২০২০ সালের ডিসেম্বর মাসের পর ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলেনি অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল অজিরা। এবার জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুইটি ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। নিজেদের স্কোয়াড থেকে তারা বিশ্রাম দিয়েছে টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সকে অপরদিকে স্কোয়াডে ফিরেছেন এডাম জাম্পা। পাকিস্তান সফরে খেললেও পরে শ্রীলংকার সফরে একটি ম্যাচও খেলেননি তিনি।
সামনের ব্যস্ত সূচিতে কামিন্সকে হাত ছাড়া করতে চাইছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। যার মাঝে আছে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর পর দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচটি টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। সে দিকে লক্ষ্য রেখেই জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে কামিন্সকে। এর বাহিরেও টেস্ট দলের নেতৃত্ব দেওয়ার গুরু দায়িত্বও পালন করতে হবে কামিন্সকে।
কামিন্সের দায়িত্ব এখানেই শেষ নয় এরপর দীর্ঘ ছয় বছর পর আবারো ভারতের মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসবে অস্ট্রেলিয়া। ২০১৭ সালে ভারত সফরে সর্বশেষ চার ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল অজিরা। সেবার ২-১ এ সিরিজ হারার স্বাদ নিয়ে সফর শেষ করতে হয়েছিল অজিদের।
অস্ট্রেলিয়া কামিন্সকে বিশ্রামে পাঠানোয় কপাল খুলেছে শন অ্যাবটের। আঙ্গুলের ইনজুরির কারণে শ্রীলংকা সফরে অস্ট্রেলিয়ার স্কোয়াড থেকে ছিটকে গেলেও জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের বিপক্ষে স্কোয়াডে ডাক পেয়েছেন তিনি।
আর পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে অস্ট্রেলিয়া দলে ফিরছেন লেগ-স্পিনার এডাম জাম্পা। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে শ্রীলংকা সফরে যাননি অজিদের এই তারকা ক্রিকেটার। জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া স্কোয়াডে আরো ফিরেছেন মার্কাস স্টোইনিস ও অ্যাস্টন অ্যাগার। যদিও শ্রীলংকা সফরে উভয় ক্রিকেটারই ইনজুরিতে পড়েছিলেন। আর শ্রীলংকা সফরে অস্ট্রেলিয়ার স্কোয়াডে থাকলেও জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের বিপক্ষে অজিদের স্কোয়াড থেকে বাদ পড়েছেন জস ইংলিস, মিচেল সুইপসন,ম্যাতু কুনেমান ও ঝাই রিচার্ডসন। আর পিতৃত্বকালীন ছুটি চাওয়ায় আসন্ন ঘরের মাঠের সিরিজ দুইটিতে রাখা হয়নি ট্রাভিস হেডকে।
জিম্বাবুয়ের বিপক্ষে ২৮ ও ৩১ আগস্ট এবং ৩ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। সবগুলো ম্যাচই হবে টাউন্সভিলের রিভারওয়ে স্টেডিয়ামে। তারপর কেয়ার্নসের ক্যাজালিস স্টেডিয়ামে ৬, ৮ ও ১১ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের তিনটি ওয়ানডে খেলবে স্বাগতিক অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, অ্যাডাম জাম্পা, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, শন অ্যাবট, স্টিভ স্মিথ, মার্কাস স্টইনিস, জস হ্যাজেলউড, মার্নাস ল্যাবুশেন, ক্যামেরন গ্রিন, মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল এবং অ্যাস্টন অ্যাগার।