
লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনাঃ
খুলনার ডুমুরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে একটি দেশীয় তৈরী পিস্তল, চাপাতি সহ আন্ত:জেলা ডাকাত দলের দু’সদস্যকে আটক করে স্হানীয় জনতা।
পরে গণধোলাই দিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার পঞ্চু গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার গুটুদিয়া ইউনিয়নের পঞ্চু গ্রামে আন্ত:জেলা ডাকাত দলের সদস্যরা অস্ত্র-স্বস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় স্থানীয় গ্রামবাসী বিষয়টি টের পেরে সংঘবদ্ধ হয়ে তাদেরকে ধাওয়া দিলে বাকিরা পালিয়ে গেলেও চক্রের দু’সদস্যকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র (পিস্তল) ও একটি চাপাতি উদ্ধার করে। ।আটক ডাকাত দলের সদস্যরা হলো, উপজেলার ধামালিয়া ইউনিয়নের টোলনা গ্রামের আব্দুস ছাত্তার বিশ্বাসের ছেলে মোঃ শামীম বিশ্বাস (৩৪) ও একই গ্রামের মুজিবুর রহমান বিশ্বাসের ছেলে মোঃ জিহাদুল বিশ্বাস (২৭)।এসময় বিক্ষুদ্ধ জনতা তাদেরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, গুটুদিয়া এলাকা থেকে একটি দেশীয় অস্ত্র ও একটি লোহার চাপাতি সহ স্থানীয়রা দুুই ব্যক্তিকে আটক করে । এসময় বিক্ষুদ্ধ জনতা তাদেরকে গণধোলাই দেয়।
খবর পেয়ে তাদেরকে পুলিশ হেফাজতে নিয়েই চিকিৎসার জন্য ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় তাদের সাথে আর কারা বা কতজন জড়িত রয়েছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণাকরা হচ্ছে তারা আন্ত:জেলা ডাকাত দলের সক্রীয় সদস্য । এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।