
প্রতিনিধি,কিশোরগঞ্জ:
আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা টিম ও সকল এম্বাসেডর দের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।গত বুধবার দিনব্যাপী জেলা শহরের হোটেল শেরাটনের মিলনায়তনে এ ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়।এতে উপস্থিত ছিলেন আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর প্রজেক্ট ডাইরেক্টর,সোহাগ ৩৬০ ও ব্যাসিক ভাই এর প্রতিষ্ঠাতা সোহাগ মিয়া।কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট কমিউনিকেশন ম্যানেজার মির্জা সামিয়া তাসনিম বেগ মেহেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা টিম লিডার রাজিব হাসান শুভ্র, কো-লিডার তাহমিনা আক্তার সুচনা প্রমুখ।অনুষ্ঠানে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ নিয়ে বক্তব্য রাখেন সকল টিমের লিডার এবং কো-লিডার।আইসিটি অলিম্পিয়াড এর যাত্রার শুরু নিয়ে তাদের গল্প বলেন।আইসিটি নিয়ে নিজের ব্যাক্তি জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। আইসিটি অলিম্পিয়াড এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এবং কিশোরগঞ্জ টিমের সার্বিক অবস্থা নিয়ে। সেই সাথে ২০ তারিখের ওয়েবসাইট ও রেজিষ্ট্রেশন ওপেনিং প্রোগ্রাম নিয়েও নানান আলোচনা করা হয়।