
শান্তনু হাজরা, কলকাতা, ভারত:
১৫ জুলাই – একাধিক কর্মসূচি নিয়ে কলকাতাতে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সমস্ত কর্মসূচি সেরে আজ বিকালেই দিল্লিতে ফিরে যাবেন তিনি।
কেন্দীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছলেন সকাল নাগাদ। কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে কলকাতার গার্ডেনরিচে একটি জাহাজের উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করে , এরপর নেতাজি সুভাষ প্যারেড গ্রাউন্ডে যান। সেখানে নেতাজি সুভাষ চন্দ্র বসু কে শ্রদ্ধা জানান এবং জাওয়ানদের সঙ্গে কথা বলবেন এছাড়াও একাধিক প্রোগ্রাম ছিল বঙ্গে ।
একই সঙ্গে ভারতীয় নৌসেনার ‘মেঘনাদ’ তৈরি হল গার্ডেনরিচে, শুক্রবার ভাসল হুগলির জলে। ভারতীয় নৌবাহিনীর ‘আঁতুড়ঘর’ হিসেবে পরিচিত কলকাতার ‘গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়র্স লিমিটেড’। এই জাহাজ কারখানায় বহু বছর ধরে তৈরি হয়েছে বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ। সেই তালিকায় নবতম সংযোজন ‘স্টেলথ’ (রাডার নজরদারি ফাঁকি দিতে সক্ষম) আইএনএস দুনাগিরি।
ঘটনাচক্রে, শুক্রবারই গার্ডেনরিচে নৌবাহিনীর কর্মসূচিতে আনুষ্ঠানিক ভাবে দুনাগিরিকে জলে ভাসিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।
সমস্ত প্রোগ্রাম সেরে আজ বিকাল নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন।