
তমাল ফেরদৌস, মৌলভীবাজার :
আওয়ামীলীগ গণতন্ত্রের লেবাস পড়ে
দেশে স্বৈরতন্ত্র চালু করেছে বলেছেন মৌলভীবাজার-৩ আসনের সাবেক সাংসদ ও মৌলভীবাজার জেলা বিএনপি সভাপতি এম নাসের রহমান। বুধবার বেলা তিনটায় মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে ‘গণতন্ত্র হত্যা‘ দিবসের বিক্ষোভপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার ও বিএনপি ঘোষিত ১০ দফা বাস্তবায়নে চুড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিতে দলীয় নেতা-কর্মীদের আহব্বান জানিয়েছেন তিনি।
জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা ফয়সল আহমেদের পরিচালনায় শহরের লাইটেস স্ট্যান্ডের পাশে ফরহাদ প্লাজার সম্মূখে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ রশিদ, জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জি এম এ মোক্তাদির রাজু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আশিক মোশাররফ, সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাহ উর রহমান, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন, প্রচার সম্পাদক মো: ইদ্রিস আলীসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল, ওলামাদল, শ্রমিকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সভা শেষে নাসের রহমানের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।