
এস এম হুমায়ুন কবির, রামু( কক্সবাজার):
রামু- নাইক্ষ্যংছড়ি টু গর্জনিয়া বাজার সড়কের ১১বিজিবি স্কুল সংলগ্ন পুরাতন স্টিল ব্রিজ দিয়ে ভারী যানবাহন চলাকালে বাধা নিষেধ থাকার ফলে, বিকল্প সড়ক নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের নারকেল বাগান হয়ে,রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড রূপনগরে স্থানীয় জন সাধারণ চলাচলের জন্য ইট দিয়ে নির্মিত সরু গ্রামীণ সড়ক দিয়ে বড়বড়১৫টন,২০টনের মালবাহী ট্রাক চলাচল করার ফলে ভেঙ্গেচুরে খানা খন্দে ভরে গেছে সড়কটি। এর ফলে এলাকার জনসাধারণ স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা পড়েছে অন্তহীন সমস্যায়।
এই গ্রামীন সরু রাস্তায় মাঝে মধ্যেই বিশাল আকৃতির পণ্যবাহী ট্রাক বিকল মানুষের চলাফেরা করতে কষ্টসাধ্য হয়ে পড়ে, এ ব্যাপারে উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য আনছারির সাথে মোঠো ফোনে কথা হলে তিনি জানান ইঞ্জিনিয়ার এসেছিল মাপঝুপ করে গেছেন,স্থানীয় চেয়ারম্যান ও এমপি কমলে ঐকান্তিক চেষ্টায় খুব সহসা সড়কটি নতুন করে কাপেটিং হয়ে ১৬ফুটে প্রশস্ত হবে।
কথা হয় উক্ত এলাকার সরকারি কর্মকর্তা মোঃ জাকারিয়ার সঙ্গে তিনি বলেন মালবাহী গাড়ি চলাতে, ভেঙে চুরে একাকার হওয়াতে, আটো চালকরা পযর্ন্ত ভাড়া নিয়ে আসতে চান না এই এলাকাতে।
রামু উপজেলা স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মন্জুরুল হাসান ভুঁইয়া জানান,রামু- নাইক্ষ্যংছড়ি – গর্জনিয়া সড়কের নাইক্ষ্যংছড়ি বিজিবি ক্যাম্প পয়েন্টে অবস্হিত স্টিল ব্রিজটি ইতোমধ্যে কয়েকদফা জোড়া তালি দিয়ে মেরামত করা হয়েছে।তাতে অল্পদিন সব ধরনের যান চলাচল স্বাভাবিক ছিল কিন্তু গেল কয়েক যাবৎ ব্রিজটি আবার ভারী যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট জানানো হয়েছে।