
বিশাল রহমান, ঠাকুরগাঁও থেকে:
আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সম্মেলন ও সভা-সমাবেশের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করতে মাঠে ব্যাপক তৎপরতা শুরু করেছে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ। ৯ মার্চ বিকালে সেনুয়া ইউনিয়নের চৌধুরীহাট উচ্চ বিদ্যালয় মাঠে জেলার রুহিয়া থানার ২২ নং সেনুয়া ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ডের বার্ষিক সম্মেলনে একথা বলেন ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ সভাপতি আজহারুল ইসলাম। সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনুপ দত্ত, রুহিয়া থানা ছাত্রলীগের সভাপতি হেলাল হোসেন, রুহিয়া থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক রায়হান হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নোবেল কুমার সিংহ,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম রবিসহ স্থানীয় নেতৃবৃন্দ। ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক রিশাদুর জামানের সঞ্চালনায় ও সেনুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু নাইসের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ সভাপতি আজহারুল ইসলাম তাঁর বক্তব্যে বিএনপি জামাতের ষড়যন্ত্র রুখতে ছাত্রলীগের কর্মীদের সজাগ থাকার আহবান জানান। তিনি আরও বলেন আগামী সংসদ নির্বাচনে ছাত্রলীগের কর্মীদের ভ্যানগার্ডের ভূমিকা নিয়ে মাঠে নামতে হবে নৌকার পক্ষে। নৌকা মার্কার বিজয় নিশ্চিত করে ঠাকুরগাঁওয়ের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। বিএনপি জামাতের লোকজন সরকারের বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্র করছে, ছাত্রলীগের কর্মীদের এসব ষড়যন্ত্র রুখতে জীবনবাজি রেখে লড়াই সংগ্রামে মাঠে থাকতে হবে। সম্মেলনের প্রধান অতিথি জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম আরও বলেন,ছাত্রলীগের কর্মীদের বংগবন্ধুর আদর্শ হ্রদয়ে লালন করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে ছাত্রলীগের কর্মীদের স্মার্টলি দেশের জন্য কাজ করতে হবে। ব্যক্তিগত পাওয়া না পাওয়ার হিসাব বর্জন করে নিজের মেধা যোগ্যতা ছাত্রলীগের জন্য, এলাকার মানুষের জন্য নৌকার জন্য উন্নয়নের তথা দেশের জন্য নিজেকে উৎসর্গ করতে হবে। জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম দৈনিক দেশবাংলাকে বলেন ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ জেলার তৃণমূল পর্যায়ে সম্মেলন সভাসমাবেশের মাধ্যমে মাঠে জোরদার সাংগঠনিক তৎপরতা শুরু করেছে।
এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নেতৃত্ব নির্বাচনী প্রক্রিয়া চলছিল।