
( খবরঃ সাংবাদিকতার অভিযোগে শেরপুরে ১২ শিক্ষককে নোটিশ দিলো শিক্ষা অফিস )
শেরপুরের শিক্ষাবাবু
বিনা জ্বরেই ভীষণ কাবু,
নোটিশ দিলেন ১২ জনের হাতে
এঁদের না-কি ভাত যাবেনা পাতে।
শিক্ষকতা পেশায় থেকে
চলছে তাঁরা এঁকেবেঁকে,
এঁরা না-কি পত্রিকাতেও লেখে
তাইতো বাবু নোটিশ দিলেন ডেকে।।
কিন্তু এসব খবর শুনে
শিক্ষাবাবুর মধুর গুণে,
আমজনতা ভীষণ রকম ক্ষুদ্ধ
এবার না-কি শুরু হবে যুদ্ধ।
–সজীব আকবর।।