
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের আজমেরিগঞ্জ উপজেলায় ৩১ সদস্য বিশিষ্ট কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার সকালে হবিগঞ্জ জজকোর্ট বার লাইব্রেরিতে ই-প্রেস ক্লাবের সিলেট বিভাগীয় প্রধান, ই-প্রেস নিউজ এর নির্বাহী সম্পাদক মাসুদ লস্কর, হবিগঞ্জ প্রেস লিগ্যাল এইড এর ইনচার্জ এডভোকেট জসিম উদ্দিন, হবিগঞ্জের উদ্যোক্তা দেওয়ান মিয়া, ই-প্রেস নিউজ এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি, দৈনিক দেশ রুপান্তর ও এশিয়ান টিভির সাংবাদিক আব্দুল হান্নান আজমেরিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি ও সেক্রেটারিসহ জজকোর্ট এর বিশিষ্ট কয়েকজন আইনজীবীর উপস্থিতিতে কমিটি অনুমোদন প্রদান করা হয়।
আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের কর্মপরিধি, প্রেস লিগ্যাল এইড এর পরিসেবা সংক্রান্ত বিষয়ে সিলেট বিভাগীয় প্রধান বিস্তারিত তুলে ধরেন। হলুদ সাংবাদিকতা রোধ, ভুয়া সাংবাদিক চিহ্নিত করনের অন্যতম সমাধান এবং সাংবাদিকদের যুগ-উপযোগী করে গড়ে তুলতে ই-প্রেস নিউজের সাংবাদিকদের স্মার্ট প্রেস আইডি কার্ড এর ব্যবস্থা করাসহ তথ্য প্রযুক্তি ভিত্তিক গণমাধ্যম শিল্পপ্রতিষ্ঠান সাংবাদিকদের মুখপত্র ই-প্রেস নিউজ বাংলাদেশের গণমাধ্যম জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সিলেট বিভাগীয় প্রধান উপস্থিত সকলকে আশ্বস্ত করেন।
প্রেস লিগ্যাল এইড এর হবিগঞ্জ জেলার ইনচার্জ এডভোকেট জসিম উদ্দিন সাংবাদিকদের সব রকমের আইনী সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ ফজলুল কবীরকে যুগ-উপযোগী ও আধুনিক তথ্যপ্রযুক্তি ভিত্তিক সাংবাদিক সংগঠন এর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করার সহ আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্তিতে ধন্যবাদ জানান।
হবিগঞ্জ জেলার উদ্যোক্তা দেওয়ান মিয়া চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব প্রদানসহ সাংবাদিকদের স্বাবলম্বী করতে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের পরিকল্পনা ও কর্মসূচিকে স্বাগত জানিয়ে প্রশাসনসহ গুণিজনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
ই -প্রেস নিউজের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি আব্দুল হান্নান বলেন, একটা আন্তর্জাতিক সংগঠন এর সদর দপ্তর বাংলাদেশে! ভাবতেই নিজেকে গর্বিত মনে হয়। এ সংগঠনে জড়িত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।