

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা :: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় লাভ বাংলাদেশ পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) বিকেল ৪টায় উপজেলার সেন্টারস্থ দারুচিনি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাভ বাংলাদেশ পার্টির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি আব্দুল নুর চৌধুরী, লাভ বাংলাদেশ পার্টির চট্টগ্রাম জেলা সভাপতি মাওলানা নুর মোহাম্মদ, এ্যাডভোকেট মুহাম্মদ কায়সার প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মজলুমের পক্ষে কথা বলতে এবং মাফিয়াদের বিরুদ্ধে কাজ করতে ও কালো টাকার মালিকদের বিরুদ্ধে কথা বলতে এই পার্টির জন্ম হয়েছে। আনোয়ারায় ঘরে ঘরে ইয়াবা, জায়গা দখল, যানজট, মজলুমকে উল্টা মামলা দিয়ে হয়রানিসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধ জনগণকে সোচ্ছার হওয়ার আহবান জানান তিনি।