
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়ায় মরহুম আব্দুল লতিফ জোয়াদ্দার ফাউন্ডেশন জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার জুম্মাবাদ মসজিদের মুসল্লীবৃন্দ ও এলাকাবাসীকে সাথে নিয়ে জামে মসজিদের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্টপোষক আফজাল হোসেন জোয়াদ্দার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডুমুরিয়া থানার নিকটবর্তী কয়েকশ’ গজ দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত, অসহায় মানুষের কল্যাণে নিবেদিত প্রতিষ্ঠান মরহুম আব্দুল লতিফ জোয়াদ্দার ফাউন্ডেশন এর অন্যতম স্থাপনা জামে মসজিদের পুন:নির্মাণ কাজ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শাহানওয়াজ হোসেন জোয়াদ্দার, আছফর হোসেন জোয়াদ্দার, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা আব্দুল মজিদসহ এলাকার মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।