
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে আমিশাপাড়া আধুনিক হাসপাতালের শুভ উদ্বোধন ও নরমাল ডেলিভারী সেন্টার (প্রাঃ) এর উদ্বোধন করেন আওয়ামী লীগ কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য, টেলিলিংক গ্রুপের চেয়ারম্যান নিজাম উদ্দিন জিটু।
শনিবার বেলা ১২ টায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাইমুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন।
হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক ফিরোজ আলম ভূট্রো, দেলোয়ার হোসেন পিন্টুর সঞ্চালনায় মাইজদী জননী হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক ডাঃ সোহরাব হোসেন ফারুকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দেওটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন শাকিল, আমিশাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সেলিম, সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন ভূঁইয়া ।
এ সময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ক্যাপ্টেন আলা উদ্দিন আলো, মোঃ শাহ আলম, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম, সিনিয়র সহ সভাপতি ও সোনাইমুড়ী বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক বেলাল হোছাইন ভূঁইয়া, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক নোমান সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক আবুল কাশেম সামছুদ্দিন, মতিউর রহমান, খোবায়ের আরিফ, পরিচালক ওমর ফারুক ভূঁইয়া, মাস্টার মান্নান, শাহজামাল রাসেলসহ সাংবাদিক, হাসপাতালের পরিচালক, ডাক্তার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।