
সংবাদদাতা, মোহনপুর (রাজশাহী):
রাজশাহীর গোদাগাড়ী রাজবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষকে পিটিয়ে লাঞ্চিত করার ঘটনায় রাজশাহীতে এক শিক্ষকের আবেগঘন স্ট্যাটাস ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তিনি রাজশাহী মডেল স্কুল এন্ড কলেজের একজন প্রভাষক। ফেসবুক স্ট্যাটাসে সংক্ষেপে তিনি লিখেছেন, “আমি শিক্ষকতা করি” ‘এমন পরিচয় দিতে এখন আমি লজ্জাবোধ করছি’।
বুধবার (১৩ জুলাই) রাতে ঐ শিক্ষক Md Safor ali নামের নিজের আইডি থেকে এমন স্ট্যাটাস দেন। তবে শিক্ষক লাঞ্চিতের ঘটনায় কোন ধরনের মতামতের প্রয়োজন তিনি মনে করেনি। হয়তো সে থেকেই তিনি তার স্ট্যাটাসে কমেন্টস অপশন রাখেননি।
জানা গেছে, রাজশাহীর গোদাগাড়ীর রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজাকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনকে আহ্বায়ক করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ জুলাই) রাত ৯টার দিকে নগরীর থিম ওমর প্লাজায় রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর এমপির বিরুদ্ধে তার ব্যক্তিগত চেম্বারে অধ্যক্ষকে হকস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সাংবাদিকদের কাছে অস্বীকার করেছেন এমপি ফারুক।