
আসাম প্রতিনিধি, সুজন চক্রবর্তীঃ
আলফা স্বাধীনকে সমর্থন করে ফেসবুকে পোস্ট করায় এক কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ। ভারতের আসামরাজ্যের ওদালগুড়ি জেলার কলাইগাঁও পুলিশ ২২ বছরের ওই কলেজ ছাত্রকে আটক করে। প্রাপ্ত খবরে প্রকাশ, প্রমোদ কলিতা নামে জনৈক কলেজ ছাত্র কলাইগাঁওয়ের বরেঙ্গাবাড়ি গ্রামের বাসিন্দা। ওই যুবক টাংলা কলেজের চতুর্থ সেমিস্টারের ছাত্র বলে জানা গেছে।
সোশ্যাল মিডিয়ায় যুবক ছাত্রটি একটি মন্তব্য করে, যা নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন আলফা স্বাধীনের প্রতি সমর্থন বলে গণ্য করা হয়। পরবর্তীতে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের অধীনে বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করা হয়। রবিবার যুবককে আটক করে ওদালগুড়ির স্থানীয় আদালতে পেশ করা হয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।