
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের আলীকদম উপজেলায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৫ জুলাই) সকাল ১১ ঘটিকার সময় বেসরকারি সংস্থা তাহ্জিংডং পার্বত্য চট্টগ্রামের নারী ও কন্যা শিশুদের শিক্ষা উন্নয়ন’ প্রকল্পের উদ্যোগে দ্যা দামতুয়া ইন রেস্টুরেন্ট হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক। আলীকদম চৈক্ষ্যং আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন।
প্রকল্পের জেন্ডার এন্ড ট্রেনিং অফিসার ইতি বিশ্বাস ও হ্লাচাইন মার্মা, কমিউনিটি মোবাইলাজার, লামা,আলীকদম, নাইক্ষ্যংছড়ি, ট্রেইনার মাইকেল মন্ডল কর্মশালায় বিস্তারিত ধারণা দেন। শিক্ষক, এনজিও, ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য ও সাংবাদিক প্রমুখ কর্মশালায় অংশ গ্রহণ করেন।
কর্মশালায় জেন্ডার সহিংসতায় করণীয়, নির্যাতনের শিকার নারীর সহজে প্রয়োজনীয় সেবা পাওয়ার স্থান ও উপায়সহ বিভিন্ন বিষয়ের ওপর বিস্তারিত ধারণা দেওয়া হয়।
এ বিষয়ে বান্দরবান জেলার জেন্ডার ট্রেইনার ইতি বিশ্বাস আরও বলেন, ২০০১ সাল থেকে তহ্জিংডং জেলার ৭টি উপজেলায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে আসছে। এ ধারা বাহিকতায় গ্লোবাল কানাডা এপিয়ার্সের অর্থায়নে ও ইউএনডিপি’র কার্যকরী সহযোগিতায় ‘পার্বত্য চট্টগ্রামের নারী ও কন্যা শিশুদের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের মাধ্যমে জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি উপকার ভোগীদের নিয়ে সামাজিক উন্নয়নমূলক কাজে অংশ গ্রহণসহ কমিউনিটি লেবেলে সচেতনতামূলক উঠোন বৈঠক, ঝরেপড়া শিশু ও সহিংসতার শিকার নারীদের আইনি সহায়তা এবং আর্থিক প্রণোদনাসহ বিভিন্ন কাজে সহযোগিতাসহ আইনি পরামর্শ প্রদান করা হয়।
তিনি আরও বলেন, জেন্ডার বৈষম্য, যৌন হয়রানি, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার ও বাল্যবিয়ে বিষয়ে আলোচনা করেন। ইদানিং মোবাইল, কম্পিউটার, ইন্টানেট অর্থাৎ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে নারীদের বিভিন্ন ভাবে হয়রানি ও নির্যাতন করা হচ্ছে বলে ধারণা দেন। তাই এইসব প্রতিরোধ করতে সকল হয়রানি ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন ও আইনি অপরাধ হিসেবে দেখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা আহ্বান জানান।