

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা,
আলীকদম (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের আলীকদম উপজেলায় আলীকদম সেনাজোন ২৩ বীরের উদ্যোগে মুরং সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। সোমবার (১১ই জুলাই) সকাল ১০ টায় আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আলীকদম সেনা জোনের বিদায়ী জোন কমান্ডার ২৩ বীর ও নবাগত জোন কমান্ডার ৩১ বীর এবং লামা ও আলীকদম উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে আলীকদম সেনা জোনের বিদায়ী জোন কমান্ডার মঞ্জুরুল হাসান পিএসসি ও নবাগত ৩১ বীর সেনা জোন কমান্ডার লেঃ কর্ণেল সাব্বির হাসান পিএসসি উপস্থিত ছিলেন।
মুরং সম্মেলনে উপস্থিত ছিলেন, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান ও লামা পৌর মেয়র জহিরুল ইসলাম, আলীকদম সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন, ২নং চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, ৩নং নয়াপাড়া ইউপি চেয়ারম্যান কফিল উদ্দীন, ৪নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাত পুং ম্রো, মুরুং কল্যাণ ছাত্রাবাসের পরিচালক ও মুরং নেতা ইয়ংলক মুরুংসহ সাংবাদিকসহ প্রমূখ।
উক্ত সম্মেলনে ২০১৫ সালে আত্মসমর্পনকারী মুরং যোদ্ধা, মুরুং ছাত্র-ছাত্রী, মুরুং ভিডিপি ও সাধারন মুরুং সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।
আত্মসমর্পণকারী মুরুং যোদ্ধাদের পক্ষে এক বক্তব্যে বাহিনীর কমান্ডার মেরুম মুরুং বলেন, সরকারের সহযোগিতায় আমরা বিপথগামী রাস্তা ছেড়ে আত্মসমর্পণ করেছি, আমাদের কথা দেয়া হয়েছিলো আমাদের বিরুদ্ধে করা সব মামলাগুলো তুলে নেওয়া হবে, কিন্তু এখনো অনেক মামলা চলমান আছে। এই মামলা গুলোর কারণে বিভিন্ন সময় পুলিশ আমাদের হয়রানি করে, আমাদের অনেক ভাই এখনো জেলে আছে, অনেকে জামিন পেলেও কোর্টে নিয়মিত হাজিরা দিতে গিয়ে হয়রানি হয়। আর্থিক অচ্ছলতার কারণে হাজিরা দিতে না পেরে অনেক সহযোদ্ধা বিষ খেয়ে আত্মহত্যা করেছে।
কমান্ডার মেরুম মুরুং তাদের বিরুদ্ধে করা মামলাগুলো তুলে নিয়ে এই সমাজে সুন্দর ভাবে বাঁচার সুযোগ করে দেয়ার জন্য সেনা জোন কমান্ডার ও প্রশাসনের কর্মকর্তাদের অনুরোধ জানান।
মুরুং ভিডিপি কমান্ডার মেনডন ম্রো , মুরুং ভিডিপি-দের ভাতা বাড়ানোর আবেদন জানান, আলীকদম সেনা জোন ২৩ বীর বিদায়ী জোন কমান্ডার মঞ্জুরুল হাসান পিএসসি তার বক্তব্যে বলেন, ২০১৫ সালে আত্মসমর্পণকারী মুরং যোদ্ধাদের মামলাটি বর্তমানে স্বরাষ্ট্র -মন্ত্রনালয়ের অধীনে রয়েছে, মামলা গুলো নিষ্পত্তির বিষয়ে আলোচনা চলমান। বিষয়টি নিয়ে মন্ত্রীপর্যায়ে সমাধানের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, আপনারা যেমন আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, সেই ভাবে নবাগত জোন কমান্ডার কেউ সহযোগিতা করার অনুরোধ করেন।
অনুষ্ঠানে আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম তার বক্তব্যে মুরুং আত্মসমর্পণকারী যোদ্ধাদের জন্য সরকারের পক্ষ থেকে অনুদান ও মুরং ভিডিপিদের ভাতা বৃদ্ধি সহ তাদের দ্বারা অত্র অঞ্চলের উপকারের বিষয়ে আলোচনা করেন। তিনি আরও বলেন, বিগত সময়ে এখানে জেএসএস এর কার্যকলাপ থাকলেও বর্তমানে আর জেএসএস’র কোন কার্যক্রম নেই।
সম্মেলন অনুষ্ঠান শেষে মুরং সম্প্রদায়ের লোকজনের মাঝে খেলনা সামগ্রী, ব্যাগ ও কাপড় সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস এবং খাবার বিতরণ করা হয়।