
এস.এম.মনির হোসেন জীবনঃ
রাজধানীর দক্ষিনখান থানা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন সরকারের মাতা মোছাম্মদ রোকেয়া সরকার ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি আব্দুস সাত্তার সরকারের সহধর্মিণী ছিলেন।
আজ দুপুরে দক্ষিনখান থানা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন সরকার দৈনিক দেশবাংলাকে বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকাল ১১ টা ৪৫ মিনিটের দিকে আমার মা মোছাম্মদ রোকেয়া সরকার ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার রাওনা ইউনিয়ন ধোপাঘাট উত্তর পাড়া সরকার বাড়ি (নিজ বাড়িতে) ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ দিন যাবত ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
তিনি জানান সোমবার বাদ আছর ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার ধোপাঘাট সরকার বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নানার কবরের পাশে মাতা মোছাম্মদ রোকেয়া সরকারকে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি ৫ ছেলে ১ মেয়ে, স্বামি সহ অসংখ্য আত্নীয়স্বজন রেখে গেছেন।