
হবিগঞ্জের হাওড়াঞ্চল বেষ্টিত লাখাই উপজেলায় মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত বরাদ্দকৃত ঘর গুলোর মানুষ কেমন আছেন ছুটির দিনে পরিদর্শন ও আশ্রয় কেন্দ্র বসবাসরত বাসিন্দাদের খোঁজ খবরের জন্য ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফ উদ্দীন।
শনিবার ( ১৬ জুলাই) উপজেলায় মজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোতে বসবাসরত পরিবারগুলোর খোঁজ নেন লাখাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দিন।
এ সময় সঙ্গে ছিলেন পল্লী বিদ্যুতের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শরীফুল ইসলাম ও তার সহকর্মীরাও উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিবারগুলোর বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন ও কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন।