
স্টাফ রিপোর্টার:
আশুলিয়ায় দীর্ঘদিনের স্বপ্ন পূরণে কাচা রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন আওয়ামী লীগ নেতা ও সফল চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম ।
শনিবার (১৩মে) সকাল ১১টায় ঈদ পরবর্তী সময়ে আনন্দঘন পরিবেশে ঢাকা জেলা সাভার উপজেলার আশুলিয়া থানার স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের মধুপুর বড়োটেকের কাচা রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়। এ কাজের উদ্বোধনের মধ্য দিয়ে এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। এমনটাই বলছেন এলাকাবাসী ও পথচারীরা।
এ সময় উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো: শামীম আহমেদ সুমন ভূইয়া।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: ইউনুস, আশুলিয়া থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সদস্য এনামুল হক মুন্সি,ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সফল সভাপতি মো: আব্দুল লতিফ মন্ডল ও সফল সাধারণ সম্পাদক হাজী মো: মতিউর রহমান মতিন, ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক বাহার উদ্দিন ও সাবেক দপ্তর সম্পাদক হাজী ফজলুল হক কন্টাক্টর, স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার লিমা আক্তার,৪নং ওয়ার্ডের মেম্বার মোন্তাজ উদ্দিন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: আব্দুর রাজ্জাক দেওয়ান ও সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন, ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের ৬নং ওয়ার্ডের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মাদবর সহ উপস্হিত ছিলেন এলাকাবাসী ও আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী, বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন।