
হাসান ভূঁইয়া, আশুলিয়া (ঢাকা):
সাভারের আশুলিয়ায় অগ্নিকান্ডে পুড়ে যাওয়া শ্রমিক কলোনীর ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগ এলাকার মোফাজ্জল হোসেন ভুইয়ার পুরে যাওয়া শ্রমিক কলোনী পরিদর্শন শেষে এ ত্রাণ বিতরণ করেন।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান অগিকান্ডে ক্ষতিগ্রস্থ ওই শ্রমিক কলোনীর সকল ভাড়াটিয়াদের জন্য ২০ হাজার টাকা ও বাড়ীর মালিকের জন্য দেড় লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষনা দেন।
এরআগে গত মঙ্গলবার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ওই শ্রমিক কলোনীর ২৫টি আধাপাকা ঘর আগুনে পুড়ে যায়। এলাকাবাসী জানায়, গত মঙ্গলবার দুপুরে সমস্ত মালামাল ও শ্রমিকদের জমানোকৃত নগদ অর্থসহ ওই শ্রমিক কলোনীর প্রায় ২৫ টি আধাপাকা ঘর আগুনে পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত্র বলে জানিয়েছে বাড়ির মালিক।
এসময় আরও উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মেহেদী মাসুদ মঞ্জু, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্ল্যা মোশারফ হোসেন মুসা, আশুলিয়া থানা যুবলীগের সাবেক প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ ভুইয়াসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।