
আসামপ্রতিনিধিঃ সুজন চক্রবর্তীঃ
বিপুল পরিমাণ নেশা জাতীয় কফ সিরাপ বোঝাই কন্টেইনার লরি আটক করল আসামরাজ্যের পাথারকান্দির চুড়াইবাড়ি পুলিশ। বুধবার এক অভিযানে চুড়াইবাড়ি পুলিশের হাতে একটি কন্টেইনার বোঝাই প্রায় ৫০ লক্ষাধিক টাকার নেশা জাতীয় কফ সিরাপ সহ ধরা পড়ল লরি চালক ও সহচালক। এনিয়ে গেইট ইনচার্জ নিরঞ্জন দাস সাংবাদিকদের জানান, বুধবার আনুমানিক সকাল ৮টায় উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে বেসরকারি আজাদ ট্রান্সপোর্ট সংস্থার আরজে ০৯ জিডি ৩৩৯১ নম্বরের একটি দশ চাকার লরি থেকে উল্লেখিত মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তিনি বলেন, লরিটি ত্রিপুরায় প্রবেশের মুখে স্থানীয় নাকা চেকিংয়ের সময় পুলিশ বাহিনী গাড়িতে তল্লাশি করলে বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রীর ভিতর থেকে ২৬টি বস্তায় মোট ৮ হাজার ৩ শত বোতল এসকাফ কোডিন ফসফেড নামের নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করা হয়। আটককৃত কফ সিরাপের বাজার মূল্য ৫০ লক্ষাধিক টাকার মত হবে। এ কান্ডে কন্টেইনার চালক ও সহচালককে আটক করা হয়েছে। তাদের নাম যথাক্রমে মহম্মদ ফরাজ ( ২৮) বাড়ি উত্তরপ্রদেশের আমরহা জেলার সিহাটনাংলি থানাধীন হাসানপুর এবং সমীর আহমদ( ১৭) বাড়ি উত্তরপ্রদেশে বিজনর জেলার ধমপুরে। ধৃতদের করিমগঞ্জ সিজিএম আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।