

আসাম প্রতিনিধি, সুজন চক্রবর্তীঃ
আসাম রাজ্যের উত্তর করিমগঞ্জের ফকির বাজারের পাশ্ববর্তী দক্ষিণ মানিকোনায় জলে ডুবে মৃত্যু ঘটল এক কিশোরের। মঙ্গলবার দক্ষিণ মানিকোনার বাসিন্দা বাসিন্দা ফখরুল ইসলামের ছেলে মারুফ আহমেদ গরুর জন্য ঘাস তুলতে গেলে আর ফেরা হয়নি। পারিবারিক সূত্রে জানা যায়, মারুফ আহমেদ (১৫) মঙ্গলবার দুপুরে গৃহপালিত গরুর জন্য ঘাস তুলতে যায় নৌকা যোগে। বন্যার জলে নৌকা ডুবে মৃত্যু ঘটল মারুফের। খবর জানাজানি হলে অনেক খোঁজাখুঁজি করে মারুফকে জলের তলা থেকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে সদর সার্কেলের সহযোগিতায় করিমগঞ্জ অসামরিক হাসপাতালে নিয়ে ময়না তদন্ত করা হয়। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের হাতে সমঝে দেওয়া হয়। এদিন রাতে মানিকোনায় মৃত্যু মারুফের জানাজা অনুষ্ঠিত হয়। অপরদিকে সোমবার স্নান করতে পুকুরে জলে নেমে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আসামরাজ্যের করিমগঞ্জ শহরের সুভাষনগর রোডের পূর্ত বিভাগের পুকুরে কিশোর বিজয় দত্ত ( ১৪) প্রাণহারায়। জানা যায়, বিজয় মূলত ধর্মনগরের বাসিন্দা। সম্প্রতি ব্যবসার খাতিরে তার বাবা করিমগঞ্জে আসেন। এরপর থেকে শহরের রেল কলোনিতে বাস করেছিলেন তাঁরা। সোমবার খেলাধুলা শেষে পূর্ত বিভাগের পুকুরে স্নান করতে নামে বিজয়। কিন্তু আর উঠেনি। ঘটনাটি দেখে এসডিআর এফ কে অবগত করেন স্থানীয় একজন। শুরু হয় তল্লাশি। প্রায় দেড়ঘন্টা পর পুকুর থেকে মৃতদেহ উদ্ধার হয় বিজয়ের। তার অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। জানা যায়, বিজয়ের হার্টের সমস্যা ছিল।