

আসাম প্রতিনিধি, সুজন চক্রবর্তীঃ ভারতের আসামরাজ্যে আবারও চলল বুলডজার। বুলডজার চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে পশু সম্পদ কর্মী বিনীত বাগরিয়ার আত্মহত্যার ঘটনায় জড়িত মূল অভিযুক্ত বাইদুল্লা খানের বাড়ি। মঙ্গলবার সকালে আসামের ডিব্রুগড় জেলার প্রশাসন ঘোড়ামারায় পশুকর্মী বিনীত বাগারিয়া( ৩২) এর আত্মহত্যা মামলার মূল অভিযুক্ত কাবুলের মূল বাসিন্দা বাইদুল্লা খানের বাড়ি বুলডজার চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। ৮ জুলাইয়ের নোটিশে জেলা প্রশাসন দাবি করেছে। বাইদুল্লা খানের বাড়িটি সব নিয়ম লঙ্ঘন করে বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে। অসমের স্পেশাল ডিজিপি( আইনশৃঙ্খলা ) জিপি সিং এর তত্ত্বাবধানে এদিন সকালে বাইদুল্লা খানের বাড়িতে বুলডজার চলেছে। উল্লেখ্য, গত ৭ জুলাই ডিব্রুগড়ের শনিমন্দির রোডের নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিলেন বিনীত বাগারিয়া। আত্মহত্যার পূর্বে বাগারিয়া একটি ভিডিও রেকর্ড করেছিলেন, যেখানে তিনি বাইদুল্লা খান,সঞ্জয় শর্মা, নিশান্ত শর্মা এবং ইজাজ খানকে তাঁকে এবং তাঁর পরিবারকে শারীরিক ও মানসিকভাবে হয়রানির অভিযোগ করেছিলেন। বিনীত বাগারিয়া ও তাঁর বাবা স্থানীয় পুলিশ ও জেলাপ্রশাসনের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ জমা দিয়ে নিরাপত্তা চেয়েছিলেন। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বাগরিয়ার আত্মঘাতী হওয়ার পর অবশ্য ডিব্রুগড় পুলিশ বাইদুল্লা এবং সঞ্জয়কে গ্রেফতার করেছে। তবে অন্য দুজন আসামি এখনও ধরাছোঁয়ার বাহিরে আছেন। পুলিশ আসামিদের গ্রেফতারের জন্য খুঁজছে।