
আসামপ্রতিনিধি,সুজন চক্রবর্তীঃ
সাম্প্রতিক বন্যায় আসামরাজ্যের করিমগঞ্জ জেলার ক্ষয়ক্ষতি ও ত্রাণ ব্যবস্থা সরজমিনে খতিয়ে দেখতে আসাম রাজ্যিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিইও তথা রাজস্ব এবং সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন বিভাগের আয়ুক্ত সচিব জ্ঞানেন্দু দেব ত্রিপাঠী সোমবার করিমগঞ্জ জেলা সফর করে বন্যায় ক্ষয়ক্ষতি, ত্রাণ ব্যবস্থা এবং সীমান্ত সমস্যা সরজমিনে খতিয়ে দেখেন। সোমবার আয়ুক্ত সচিব ত্রিপাঠী বদরপুর রাজস্ব চক্রের অন্তর্গত বরাক নদীর প্লাবনের ফলে ক্ষতিগ্রস্ত এলাকা মুরালপাড়া, কৃষ্ণপুরের নদীর বাঁধ পরিদর্শন করেন। তারপর এসডিআরএফের নৌকায় করে পোয়ামারা বাইপাস পয়েন্ট থেকে কাঁকড়া নদী হয়ে তিনঘরি গ্রাম ও কালীগঞ্জ বাজার এলাকার বন্যার খোঁজ খবর নেন।