

দেশবাংলা স্পোর্টস ডেস্কঃ
টি-২০ অধিনায়ক হিসাবে এটাই রোহিত শর্মার রেকর্ড। নিয়মিত অধিনায়ক হিসাবে এখনও পর্যন্ত ১৩টি টি-২০ খেলেছেন রোহিত। আর সবকটিতেই জয় পেয়েছে ভারত। এবং অধিকাংশ ম্যাচেই সেই জয় ছিল অনায়াস। যেমন ইংল্যান্ডের বিরুদ্ধে অধিনায়ক হিসাবে তাঁর প্রত্যাবর্তনেই ভারতীয় দল যেন অন্য রূপ পেল। বিশ্বের অন্যতম সেরা দলও যেন পাত্তা পেল না। এই ক্যারিশ্মার জন্যই বোধ হয় বিশ্বের একমাত্র অধিনায়ক হিসাবে টানা ১৩ ম্যাচে জয়ের রেকর্ড গড়লেন তিনি। এদিনের জয়ের প্রধান কারিগর অবশ্য রোহিত নন। সেটা হার্দিক পাণ্ডিয়া। রোহিতের সংসারে প্রত্যাবর্তন করেই মনে রাখার মতো পারফর্ম করলেন হার্দিক।
এক বছর আগে আরব আমিরশাহী থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে বিপর্যয়ের পর যে ভারতীয় ক্রিকেটারের কপালে সবচেয়ে ‘লাঞ্ছনা’ জুটেছিল, তাঁর নাম হার্দিক পাণ্ডিয়া। চোটের কারণে তখন বল করতে পারতেন না ভারতীয় অলরাউন্ডার। আদৌ কোনও দিন আর বোলিং করতে পারবেন কি না, জানতেন না। সেই বিশ্বকাপের পর ভারতীয় টিম থেকে বাদও পড়ে যান হার্দিক। ভারতীয় টিমও ঠারেঠোরে বুঝিয়ে দেয়, যত দিন না বরোদা অলরাউন্ডার বোলিং করছেন, তত দিন তাঁকে আর ভাবা হবে না। শুধু ব্যাটার হার্দিককে টিমের দরকার নেই।
আর আজ? আজ আর একটা টি-টোয়েন্টি বিশ্বকাপের ক’মাস আগে? ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটে-বলে হার্দিক যে অলরাউন্ড পারফরম্যান্স উপহার দিলেন এ দিন, যে ভাবে একার হাতে ভারতকে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিতিয়ে দিলেন, তার পর মনে হয় না তাঁকে ছাড়া বিশ্বকাপের টিম আর ভাবা সম্ভব বলে। প্রথমে ৩৩ বলে ৫১। তার পর চার ওভার বল করে ৩৩ রান দিয়ে চার উইকেট! গত আইপিএলে অধিনায়ক হার্দিকের আবির্ভাব দিয়ে প্রত্যাবর্তনের হার্দিককে দেখেছিল বিশ্ব। এ বার আন্তর্জাতিক ক্রিকেটেও পুরনো হার্দিককে ফিরতে দেখা গেল এ দিন।