

জেলা প্রতিনিধি, গাইবান্ধাঃ
বিমল চৌধুরী (৩৫) ও বাসন্তী রানী (৪০)। ঈদকে ঘিরে মদের ব্যবসায় সক্রিয়
তারা। জার্কিন ভর্তি ৪০ লিটার চোলাই মদ ইজিবাইকের ভেতরে রাখছিলেন। নিয়ে
যাচ্ছিলেন বিক্রির উদ্দেশ্যে। এরই মধ্যে ধরা পড়ল ইউপি চেয়ার্যলমানের হাতে। অবশেষে জেলে যেতে হলো ধৃতদেরকে।
মঙ্গলবার (১২ জুলাই) গাইবান্ধার ফুলছড়ি থানা পুলিশ আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। মাদক ব্যবসায়ী বিমল চৌধুরী ফুলছড়ি ইউনিয়নের বাউশি গ্রামের শ্রী রাম শিষ চৌধুরীর ছেলে ও বাসন্তী রানী কঞ্চিপাড়া ইউনিয়নের পাকারমাথার মৃত ফকির চাঁদের স্ত্রী।
জানায়ায, সোমবার (১১ জুলাই) রাতে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের সৈয়দপুর ঘাট থেকে চোলাই মদ নিয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী একাডেমী বাজার হয়ে তাদের গন্তব্যে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবরে কঞ্চিপাড়া
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা শালু, তার সঙ্গীয় দুই ইউপি সদস্য
সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সুমন মিয়াকে সঙ্গে নিয়ে একটি ইজিবাইক আটক করে। এসময় বাইকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২ টি জারকিনে থাকা ৪০ লিটার চোলাই মদসহ বিমল ও বাসন্তীকে আটক করে।
কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সোহেল রানা শালু বলেন, অনেকদিন থেকে আমাদের এলাকার যুব সমাজকে নষ্ট করতে একদল মাদক ব্যবসায়ী দিনে-রাতে মাদক বিক্রি করে আসছিলেন। এ ব্যাপারে কয়েকবার প্রশাসনকে জানানো হলেও তারা আইনগত কোন পদক্ষেপ না নেওয়ায় আমি নিজে অভিযান পরিচালনা করে এদেরকে আটক করে পুলিশে দিয়েছি।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, আটকের বিষয়টি
পুলিশকে জানানো হলে চোলাই মদগুলো জব্দ করেতাদের থানায় নিয়ে আসেন। পরে রাতেই আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের শেষে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।