

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা শাখার
ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল সহযোগী সংগঠনের সর্বস্থরের দায়িত্বশীলদের নিয়ে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, তাড়াইল বাজার ট্রলারঘাট সংলগ্ন কার্যালয়ে বৃহস্পতিবার
(১৪ জুলাই) সকাল ১০টায় ইসলামী যুব আন্দোলন তাড়াইল উপজেলা শাখার ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী যুব আন্দোলন তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল আমিনের উপস্থাপনায়, ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, যুব নেতা মাওলানা শরিফুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি তাড়াইল উপজেলা শাখার নায়েবে ছদর মাওলানা উবায়দুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল হক আকুবপুরি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা অর্থ ও কল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া, তাড়াইল থানা সভাপতি এস.এইচ.আরমান, সাবেক সভাপতি আলী ইকরাম সহ ইসলামী শ্রমিক আন্দোলন তাড়াইল উপজেলা সেক্রেটারি দেলোয়ার হোসেন হাতেম, জাতীয় শিক্ষক ফোরাম সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।