

পাহাড়ের অলি গলি ঈদানন্দে মূখর। ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে সম্প্রীতির বন্ধন সৃষ্টি হয়েছে পাহাড়ি বাঙালিদের মধ্যে। মেহনতি ও হতদরিদ্র মানুষ থেকে শুরু করে সরকারি বেসরকারি সকল শ্রেণির মানুষ এবার স্বাস্থ্য বিধি মেনেই ঈদুল আযহার আনন্দ উপভোগ করতে দেখা গেছে। ঈদ উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ঈদের দিন দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও দুপুরে অতিথিদের সম্মানে প্রীতি ভোজের আয়োজন করা হয়। ঈদের দিন রাতে রাঙামাটি পুলিশ সুপার(সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মীর মোদাছছের হোসেনের আমন্ত্রণে ঈদের দাওয়াতে অংশ গ্রহন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চামমা, সাবেক মহিলা এমপি ফিরোজা বেগম চিনু, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল আশিক,স্থানীয় সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধি সহ রাজনৈতিক নেতৃবৃন্দ। পুলিশ সুপার ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে অতিথিদের সম্মানে পুলিশ শিল্পীদের পরিবেশনায় সস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।