

নিষ্ঠুর বাস্তবতা লিখেছেন সাজ্জাদ মাহমুদ খান © Sazzad Mahmood Khan
ঈদে এবার বড় অংশ মানুষ গ্রামে যাচ্ছে না। মহাসড়ক, বাস, ট্রেনে চাপ নেই। কেন যাচ্ছেনা জানেন, কারণ ঈদে বাড়ি গিয়ে বাড়তি যে খরচ হবে, তা বহন করার মত সামর্থ্য তাদের নেই।
করোনায় সঞ্চয় ভেঙ্গে খেয়েছে সাধারণ মানুষ। গত এক বছরে অধিকাংশ জিনিসের দাম দ্বিগুণ হয়েছে। ২০ হাজার টাকা বেতন দিয়ে সংসার চালানো মানুষটির এখন খরচ হচ্ছে ৩০ হাজার। বাড়তি টাকার জন্য ধারদেনা করছে,আর না হয় খাবার ও প্রয়োজনকে কাটছাঁট করতে হচ্ছে।
আর ইদানিং সাধারণ মানুষের কেনাকাটার অক্ষমতাকে উপহাস করার ট্রেডমার্ক ডায়লগ–“মানুষের ভাত না জুটলে আড়ং-বাটায় লাইন লেগে থাকে কিভাবে” এসব ডায়লগবাজ মানুষ দু’হাতে মাল কামান, মালদারদের সঙ্গে উঠাবসা করেন, মালদারদের সঙ্গে ঘুমান। নিজে ও নিজের আশপাশের মত করেই পৃথিবীকে ভাবেন। টাকা তাদের কাছে তেজপাতা। একটি বেল হাজার টাকায় কিনেন তারা। তাই সাধারণ মানুষের কষ্ট অভাব তাদের চোখে পড়ে না। উপহাস করেন।
আমাকে একাধিক পরিবার বলছে, ঈদে বাড়ি গেলে ১০/২০ হাজার টাকা খরচ হবে। এবার সামর্থ্য নেই, তাই পরিবার আর সন্তানদের গ্রামে যাওয়ার আবদার মেটাতে পারেন নাই।