
শান্তনু হাজরা ,কলকাতা , ভারতঃ
বঙ্গের রাজ্যপাল ভারতের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী, মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপ্যাধায়ের সমর্থন কে ঘীরে বাংলা থেকে দিল্লী পর্যন্ত রাজনৈতিক জল্পনা তুঙ্গে।
অপরদিকে বড় চমক ইউপিএ ‘র জগদীপ ধনকরের প্রতিদ্বন্দ্বী হিসাবে বেছে নিল মহিলা মার্গারেট আলভা উপরাষ্ট্র পদপ্রার্থী হিসাবে।
একই সঙ্গে বঙ্গ বিজেপি দলীয় সভাপতি সুকান্ত মুজমদার জানিয়েছেন, যে বাংলা থেকে রাজ্যের আইন শৃংঙ্খলা রক্ষক শির্ষে থাকা ব্যাক্তি ভারতের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে ঘোষণা করেছেন এনডিএ তরফে। এতে বাংলার মানুষের খুশি হাওয়া দরকার মূখ্যমন্ত্রী মমতা বন্ধোপ্যাধায়ের উচিত সমর্থন জানানো। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জি যোগ্য প্রার্থী হিসাবে নাম ঘোষণা করেছেন।পশ্চিমবঙ্গে শাষন ব্যবস্থা অতিসঙ্কট থাকাকালীন রাজ্যের আইন ব্যবস্থার হাল ধরেছিলেন।
অপরদিকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষ বিজেপি নেতৃত্ব কে কটাক্ষের সাথে জানান, যে বিজেপি একটা সার্কাস পার্টি ওই দলের মতো হুট হাট সিদ্ধান্ত নিয়ে থাকে না।
তৃণমূল সুপ্রিম মমতা বন্ধোপ্যাধায় ২১ জুলাই কলকাতা বিকেল ৪ টা নাগাদ এক বৈঠকের ডাক দিয়েছেন সেখানে রাজ্য বিধানসভার বিধায়ক ও বঙ্গের লোকসভার তৃণমূল সাংসদ দের নিয়ে বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ হবে উপরাষ্ট্রপতি সমর্থন নিয়ে।
এনডিএ’র উপরাষ্ট্রপতি পদ প্রার্থীর নাম ঘোষণার ২৪ ঘন্টা পার হতে না হতেই। বিরোধী দল নেতা শারদ পাওয়ার দিল্লী থেকে ইউপিএ তরফে মার্গারেট আলভা মহিলা উপরাষ্ট্রপতি পদপ্রার্থী নাম ঘোষণা করে। ইউপিএ মহিলা উপরাষ্ট্রপতি প্রার্থীকে সমর্থন জানল ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্কাস বাদ , জাতীয় কংগ্রেস ,এছাড়া
ভারতের বেশ কয়েটি আঞ্চলিক বিজেপি বিরোধী সংগঠন গুলো।
তবে এই বৈঠকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস অনুপস্থিতি জন্য ভারতের রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। আর এদিকে তাকিয়ে রয়েছে গোটা ভারত বাংলার রাজনৈতিক মহল। প্রধানমন্ত্রী ও বিজেপি বিরোধী দল নেত্রী হিসাবে পরিচিতি গোটা দেশে জুড়ে তৃণমূলের মমতা বন্ধোপ্যাধায়। উনার নেতৃত্বে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করেছিল এনিডিএর বিরোধী জোট ইউপিএ, উনি প্রথম কাশ্মীরের নেতৃত্ব ফারুক আবদুল্লা ও শারদ পাওয়ার নাম প্রস্তাব করেছিলেন। কিন্তু ২ রাজনেতৃত্ব প্রস্তাব খারিজ করলে ,রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে যশবন্ত সির্নহা নাম প্রস্তাবিত হয় ,এখানেও বিরাট ভূমিকা ছিল মমতা বন্ধোপ্যাধায়ের।
২১ জুলাই পর বোঝা যাবে ভারতীয় উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জন্য বঙ্গের মুখ্যমন্ত্রীর সমর্থন থাকবে ইউপিএ না এনডিএ’র দিকে, তাকিয়ে সমগ্র ভারত।