

আসামপ্রতিনিধিঃ সুজন চক্রবর্তী ঃ আলফা (স্বাধীন ) যোগদান দেওয়ার ইচ্ছা প্রকাশ করায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোশ্যাল মিডিয়া ফেসবুকে আলফা সংগঠনে যোগদানের আগ্রহ প্রকাশ করায় ৩২ বছর বয়সী এক যুবককে ভারতের আসামরাজ্যের কাছাড় পুলিশ গ্রেফতার করেছে। ধৃত যুবকের নাম দিলীপ কুমার সিং। কাছাড়জেলার দুল্লভছড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ একটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে। এ প্রসঙ্গে কাছাড় পুলিশ সুপার রমণদীপ কৌর বলেন, সামাজিক মাধ্যমে সন্দেহজনক কার্যকলাপ নিরন্তরভাবে নিরীক্ষণ করছে পুলিশ। এই কাজে যুবকের এমন পোস্ট ধরা পড়ে। এরপর তদন্তের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। কাছাড় পুলিশ তাঁকে দুল্লভছড়া থেকে গ্রেফতার করেছে। এ কান্ডে পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত চলছে বলে জানান এসপি।