
মোজাম্মেল প্রধান হাসিব, মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব দক্ষিণে পারিবারিক কলোহের জের ধরে ফজলু মিয়া (৬০) নামে এক বৃদ্ধ বিষপান করে আত্মহত্যা করেছে। গতকাল ১৭ জুলাই সকাল ১১ টার দিকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পারিবারিক অশান্তি ও ধার দেনাসহ বিভিন্ন চিন্তায় হতাশাগ্রস্থ হয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি স্বজন ও এলাকাবাসির। নিহত ফজলু মিয়া নারায়ণপুর পূর্ব বাজারে স্যানেটারি ব্যবসা করতেন।
ফজলু মিয়া উপজেলার কাজিয়াারা গ্রামের মৃত ছেরু মিয়া প্রধানের ছেলে। এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহত ফজলু মিয়ার এক ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানা পুলিশ।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার কাজিয়ারা এলাকার মৃত ছেরু মিয়া প্রধানের ছেলে ফজলু মিয়া পারিবারিক অশান্তি ও ধার দেনাসহ বিভিন্ন চিন্তায় হতাশাগ্রস্থ হয়ে রবিবার সকালে পরিবারের লোকজনের অগোচরে কিটনাশক (কেরির বরি) খায়। পরে তার ভাগনী দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে আসপাশের লোকজন এসে উদ্ধার করে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। পরে খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে।
এদিকে মৃত ফজলু মিয়ার চাচা খলিল হাজী জানান, ফজলুর স্ত্রী প্রতিদিন ফজলুর সাথে ঝগড়া-ঝাটি করতো। এতে ফজলু মানষিকভাকে সবসময় হতাশাগ্রস্থ থাকতো। স্ত্রীর অত্যাচার সহ্য করতে না পেরেই ফজলু আত্মহত্যার পথ বেচে নিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য গোলাম রাব্বানী দেওয়ানজী জানান, ফজলু মিয়া ও তার স্ত্রী সবসময় ঝগড়া হতো বলে বাড়ির লোকজন আমাকে জানিয়েছে। গেল কোরবানীর ঈদে গরু বিক্রির তিন লক্ষ টাকা ছিল। দেনা শোধ করতে টাকা চাইলে তার স্ত্রী টাকা দেয়নি। এনিয়েও তাদের মধ্যে ঝামেলা ছিল।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, পারিবারিক অশান্তি ও ধার-দেনার কারনে ফজলু মিয়া নামে এক বৃদ্ধ বিষপান করে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।