
আসাম প্রতিনিধি, সুজন চক্রবর্তীঃ
ভারতের আসামরাজ্যের নগাঁও পুলিশ কনস্টেবলের কাছ থেকে ৯০ রাউন্ড গুলিসহ ৪৭ রাইফেল চুরি হয়েছে। নগাঁও পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের দেহরক্ষী হিসেবে কর্মরত কনস্টেবল অরুণজ্যোতি শইকিয়ার ঘরে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা নগাঁও পুলিশ রিজার্ভের ভিতরে কনস্টেবলের সরকারি বাসভবনে প্রবেশ করে এবং তার একে ৪৭ রাইফেল সহ নগদ টাকা ও স্বর্ণালঙ্কার এবং ৯০ রাউন্ড সতেজ গোলাবারুদ লুট করে। ঘটনাটি সংগঠিত হয়েছে নগাঁওয়ে।
এ ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কারণ সাধারণ চোরেরা পুলিশের একে ৪৭ রাইফেল ও বুলেট চুরি করার সাহস করবে না। তাই ঘটনার পেছনে কোনো উগ্রবাদী সংগঠনের ছত্রছায়া রয়েছে এমন সন্দেহ উড়িয়ে দেওয়া যায় না। ডাকাতরা নগাঁও শহরের কেন্দ্র স্থলে এক পুলিশ কনস্টেবলের বাড়িতে ঢুকে একে ৪৭ গোলাবারুদ চুরি করে। তবে নগাঁও থানা পুলিশ এ ব্যাপারে সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছে। এ ঘটনায় পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করেছেন পুলিশ সুপার।