
আশীষ দাশ গুপ্ত, হাওড়াঞ্চল প্রতিনিধি।।
হবিগঞ্জের লাখাই উপজেলার এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে।
মৃত শিশু পাবেল মিয়া (১০) উপজেলার তেঘরিয়া গ্রামের শাহ আলম মিয়ার পুত্র । জানা গেছে গত ১৭ জুলাই রবিবার সন্ধ্যায় শিশুটির মৃত্যুর যায়। শিশুটির পরিবার ও স্বজনদের দাবি স্থানীয় দোকানদার তারা তাকে পরিকল্পিত ভাবে তাকে হত্যা করেছে । ঐ গ্রামের শফিকুল ইসলাম জানান, তার মামাতো ভাই পাবেল কে স্থানীয় দোকানদার শামছু মিয়ার দোকানে আইসক্রিম আনতে যায় । এর পরই তাকে খুঁজতে থাকে। কিছুক্ষন পর দেখছে পুলিশ। তিনি ছুটাছুটি করে পার্শ্ববর্তী খালের পাড়ের সামছু মিয়ার
দোকানে গেলে সেখানে তার ছেলের মরদেহ পড়ে থাকতে দেখে। সামনে লোকজনের সহায়তায় তাকে প্রথমে স্থানীয় পল্লীচিকিৎসকের কাছে নেওয়া হয় এবং পরপরই লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবার ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে লাখাই থানা পুলিশ নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে লাশ করা হয়েছে। বিষয়টি ময়না তদন্তের রিপোর্ট ফেলে জানা যবে এটা হত্যাকান্ড কিনা।