
প্রতিনিধি কুষ্টিয়া:
দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার ২৫তম বছর পূর্তি ও রজতজয়ন্তী উপলক্ষে কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে।
এ দিনটি উপলক্ষে শুক্রবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাব চত্ত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরস্থ এনএস রোড প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে কুষ্টিয়া প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে এসে কেক কেটে এটিএন বাংলার ২৫তম বছর পূর্তি ও রজতজয়ন্তী অনুষ্ঠান উদযাপন করা হয়। রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে আগত অতিথিরা এটিএন বাংলার সাফল্য ও শুভকামনা করেন।
এটিএন বাংলার পথচলার ২৫ বছর পূর্ণ করছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ‘অবিরাম বাংলার মুখ’ স্লোগানকে হৃদয়ে ধারণ করে ১৫ জুলাই ১৯৯৭ সালে যাত্রা শুরু করে চ্যানেলটি। ঐদিন বিশ্বব্যপী প্রথম বাংলা ভাষার সম্প্রচার ঘটে বাংলাদেশী এ চ্যানেলটির মাধ্যমে। শুধু সংবাদ নয়, অনুষ্ঠান প্রচারেও এটিএন বাংলা নিজেকে এগিয়ে রেখেছে।
বিনোদনের পাশাপাশি শিক্ষা, খেলাধুলা, সমাজ, সংস্কৃতি নিয়ে অনুষ্ঠান প্রচারের বিষয়ে বারবরই প্রাধান্য দিয়েছে। দীর্ঘ পথ পরিক্রমায় এটিএন বাংলা ২০০৪ সালের ২২শে নভেম্বর ‘আমরাও পারি’ অনুষ্ঠানের জন্য ছোট পর্দার অস্কার খ্যাত এমি অ্যাওয়ার্ড অর্জন করে।
কুষ্টিয়ায় এটিএন বাংলার ২৫তম বছর পূর্তি ও রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে এটিএন বাংলার কুষ্টিয়া জেলা প্রতিনিধি তুহিন আহমেদের সভাপতিত্বে কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও বাংলাভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও কুষ্টিয়া হাসান আলীর সঞ্চালনায়প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা পরিষদ প্রশাসক রবিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া এডিটরস ফোরাম সভাপতি ও দৈনিক দেশবাংলার অঞ্চলিক প্রতিনিধি মুজিবুল শেখ, কুষ্টিয়া প্রেসক্লাবের সহসভাপতি,কুষ্টিয়া, নুরুন্নবী বাবু ও গোলাম মওলা, কুষ্টিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এম. লিটন-উজ-জামান কুষ্টিয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নাহিদ হাসান তিতাস, নিউজ টুয়েন্টি ফোরের স্টাফ রির্পোটার জাহিদুজ্জামান, কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও মাইটিভির জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য, দৈনিক জনমতামতের সম্পাদক ও প্রকাশক ইব্রাহিম হোসেন মিরাজ, আর টিভির জেলা প্রতিনিধি শেখ হাসান বেলাল, এনটিভির জেলা প্রতিনিধি সাবিনা ইয়াসমীন শ্যামলী, এখন টিভির জেলা প্রতিনিধি সোহেল পারভেজ , দৈনিক শিকলের ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান, ঢাকাপ্রকাশ ও গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি কাজী সাইফুল, দৈনিক আমার সময়ের জেলা প্রতিনিধি এ জে সুজন, দৈনিক সুত্রপাতের সম্পাদক ও প্রকাশক ডা. সেলিম, কাঙাল হরিনাথ প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভি ও দেশরূপান্তরের উপজেলা প্রতিনিধি কেএমআর শাহীন, কাঙাল হরিনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা প্রতিনিধি দৈনিক যুগান্তর ও মাই টিভির উপজেলা প্রতিনিধি লিপু খন্দকার , দৈনিক যায়যায় কালের জেলা প্রতিনিধি শামিম হাসান খান, জেলা প্রতিনিধি, কুষ্টিয়া টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনে সভাপতি আশাফুজ্জামান শারফু, কুষ্টিয়া টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনে সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ প্রমুখ।