
মোঃ আল-আমিন, জামালপুর প্রতিনিধি:
ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে অবস্থান কর্মসূচি পালন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির সাথে একাত্ততা প্রকাশ করে এবার জামালপুর রেলওয়ে স্টেশনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন চারজন শিক্ষার্থী।
বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা পরিবর্তনে ৬দফা দাবিতে সোমবার সকাল ১০টা থেকে জামালপুর রেলওয়ে স্টেশনে এ কর্মসূচি পালন শুরু করেন তারা।
শিক্ষার্থী চারজন হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতোকত্তর ইতিহাস বিভাগের শিক্ষার্থী রুকুনুজ্জামান সিমান্ত(২৪), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের অপরাধ বিজ্ঞান ও পুলিশ তত্ত্ব বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান রুবেল(২৫), খিলগাও মডেল কলেজের স্নাতোকত্তর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ ভূইয়া হৃদয়(২৫) ও সরকারি ইসলামপুর কলেজের ৩য় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী হৃদয় বোষ(২২)।
অবস্থানরত শিক্ষার্থী মেহেদী হাসান রুবেল জানান- রেলের অব্যবস্থাপনা সম্পর্কে সাধারন মানুষকে জানাতে ও সচেতন করতে শান্তিপূর্ণ এই আন্দোলন। টিকিট কেনার ক্ষেত্রে সহজ ডট কমের মাধ্যমে যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করা ও হয়রানির ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া, যথোপযুক্ত পদক্ষেপের মাধ্যমে টিকিট কালোবাজারি প্রতিরোধসহ ছয় দফা দাবি অতি দ্রæত মেনে নেয়ার দাবি তাদের।
অবস্থানরত শিক্ষার্থী আব্দুল্লাহ ভূইয়া হৃদয় বলেন-“ জামালপুর স্টেশনে টিকেট কালোবাজারি জন্য টিকেট পাওয়া যায় না। তাই আমাদের দাবি পূরন না হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচী চালিয়ে যাবো।”
এসব বিষয়ে জানতে জামালপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টারের কক্ষে গেলে তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে তার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন-“এটা জাতীয় বিষয়। ঢাকাতে এমন অবস্থান কর্মসূচী চলমান। ঢাকার কর্মকর্তারা এ বিষয়ে ইতিমধ্যে বক্তব্য দিয়েছে। আমি কোনো বক্তব্য দিতে পারবো না। আপনি চাইলে ঢাকা গিয়ে বক্তব্য আনুন।”
অফিস সময় চলাকালীন স্টেশনের বাইরে অবস্থানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন-“ আমি একটু বাসায় এসেছি। এখন কেনো আমি অফিসে নেই এই বিষয়ে আপনাকে কেনো জবাবদিহি করবো।”