
মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।
এবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পশু কোরবানীতে গরুর পাশাপাশি কদর বেড়েছে মহিষের। রাঙ্গুনিয়ার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে প্রতিটি বাজারে যদিও কোরবানীর জন্য গরু ছাগলের চাহিদা বেশি থাকলেও কিন্তু তার পাশাপাশি রয়েছে মহিষের চাহিদাও। বিভিন্ন রোগবালাইয়ের কথা মাথায় রেখে এবার অন্য বছরের তুলনায় মহিষের চাহিদা বেড়েছে। এদিকে রাঙ্গুনিয়ার সব চেয়ে প্রসিদ্ধ স্বনির্ভর রাঙ্গুনিয়া ব্রহ্মোত্তর রাস্তায় মাথায় জমে উঠেছে মহিষের বাজার। উপজেলার একমাত্র এই হাটের যেদিকে চোখ যায় মহিষ আর মহিষ। পশুর দাম মাত্রাতিরিক্ত বৃদ্ধি হওয়ায় বাজেটের বাইরে কিনতে হচ্ছে গরু আর মহিষ। গতবছরের তুলনায় এবার মহিষের মণ প্রতি বেড়েছে ৩থেকে ৪হাজার টাকা। এই হাটে রাঙ্গামাটি থেকে মহিষ কিনতে আসা নেজাম উদ্দিন বলেন-প্রতি বছর আমি এই বাজার থেকে মহিষ কিনে থাকি। মহিষ ব্যবসায়ীরা প্রাকৃতিক উপায়ে এগুলো লালন পালন করে তাই এইবাজার থেকে মহিষ কিনে থাকি তবে এইবছর মহিষের দাম বেড়ে যাওয়ায় বাড়তি অর্থ দিয়ে কিনতে হচ্ছে। মহিষ বিক্রেতা মুহাম্মদ সালাউদ্দিন এবছর কোরবানীর জন্য ৭২টি ছোটবড় মহিষ হাটে তুলে ইতিমধ্যে ৫২বিক্রি করেছে। প্রতিটি মহিষের প্রতি দেড়-দুই হাজার টাকা লাভ রেখে ক্রেতাদের কাছে মহিষ বিক্রি করছে। তবে ক্রেতারাও নিজ পছন্দে মহিষ কিনতে পেরে সন্তুষ্ট।
বাজারের দায়িত্বে থাকা স্থানীয় ইউপি বাদশা আলম বলেন-গতবছরের তুলনায় এবছর মহিষের চাহিদা অনেক বেড়েছে। এখানে থেকে মহিষ কিনে চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলে নিয়ে যাচ্ছে। স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদের মোহাম্মদ নুর উল্লাহ বলেন-রাঙ্গুনিয়ার সবচেয়ে প্রসিদ্ধ এই মহিষের বাজারের আমরা সবধরনের নিরাপত্তা দিচ্ছি এবং সুলভ মূল্যে ক্রেতারা তাদের চাহিদা অনুযায়ী পছন্দের মহিষ কিনতে পেরে সন্তুষ্ট প্রকাশ করছেন। এই হাটে চট্টগ্রামসহ বিভিন্ন জেলা থেকে মহিষ নিয়ে ক্রেতারা আসেন।
এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানার ওসি মাহাবুব মিলকী জানান,শান্তিনিকেতন বাজার হচ্ছে উপজেলার একমাত্র মহিষের বাজার। এখানে ক্রেতা-বিক্রেতাদের নিরাপদে বেচা কেনার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। তাই এখানে নিরাপদে পশু বেচা- বিক্রি হচ্ছে। ক্রেতারা চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে এসে এখানে নিরাপদে মহিষ ক্রয় করছে।