
ক্রীড়া প্রতিবেদকঃ
বাংলাদেশ দলের জন্য গুরুত্বপূর্ণ পেস বোলিং অলরাউন্ডার মনে করা হয় সাইফউদ্দিনকে। ইনজুরির কারণে লম্বা সময় মাঠে ফিরতে না পারলেও আসন্ন এশিয়া কাপের মাধ্যমে আবারো জাতীয় দলের হয়ে খেলতে চান এই ক্রিকেটার। বর্তমানে পুর্নবাসনে সময় কাটাচ্ছেন তিনি।
গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই ইনজুরির কারণে প্রতিযোগীতামূলক ক্রিকেটের বাহিরে আছেন সাইফুদ্দিন। খেলতে পারেননি চলতি বছরের শুরুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টেও।
পিঠের চোট বেশ দারুণভাবে ভোগাচ্ছে মেধাবী এই অলরাউন্ডারকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে শুরুতে জায়গা পেলেও পরে আবার ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে যান সাইফউদ্দিন।
বাংলাদেশের এই পেস বোলিং অলরাউন্ডার বলেন, বিশ্বকাপ তো এখনো অনেক দূর। আগে আমাকে প্রমাণ করতে হবে ফিট হয়ে।
বাইজিদ ভাই (ফিজিও) উইন্ডিজ থেকে দেশে ফিরলে উনার সঙ্গে বসে এক সপ্তাহ, দুই সপ্তাহের পরিকল্পনা নিয়ে কীভাবে এগোনো যায় ঠিক করব। জাতীয় দল নিয়ে উনি যেহেতু অনেক ব্যস্ত থাকে সব সময় উনাকে পাওয়া বা কথা বলার সুযোগ হয়ে ওঠে না। উনি হয়তো আগামীকাল (মঙ্গলবার) আসবে বসে একটা পরিকল্পনা ঠিক করব। সামনের জিম্বাবুয়ে সিরিজে আমাকে হয়তো বিবেচনার রাখা হবে না। গত পরশু নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে। আমাকে এশিয়া কাপ নিয়ে পরিকল্পনা করতে বলেছে। ইনশাআল্লাহ ভালোভাবে ফিট হয়ে সময় যেমনই লাগুক একেবারে ফেরার কাজ করছি।
ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে ব্যাটিংয়ে করতে সাইফউদ্দিনের কোন সমস্যা না হলেও একটানা বোলিং করতে সমস্যা হচ্ছিল টাইগার এই ক্রিকেটারের। তার ব্যাপারে ঝুঁকি এড়াতেই ওয়েস্ট ইন্ডিজ সফরে রাখা হয়নি সাইফউদ্দিনকে।
সাইফউদ্দিনের বর্তমান পরিকল্পনায় আছে খুলনায় অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ টাইগার্সের অনুশীলন ম্যাচ। এ বিষয়ে সাইফউদ্দিন বলেন, সামনে যেহেতু বাংলাদেশ টাইগার্সের অনুশীলন ম্যাচ আছে খুলনায়, নির্বাচকদের সঙ্গে কথা বলেছিলাম, ওখানে একটা-দুইটা ম্যাচ খেলে বুঝব যে কোন অবস্থায় আছি।