

ছবির এ মানুষটির নাম পরানধন চাকমা। বাড়ি ভুইয়াদাম, (কুতুবছড়ি), নানিয়ারচর, রাঙামাটি।
পার্বত্য অঞ্চলের পাহাড়ি জনগোষ্ঠীদের কাছ থেকে প্রায়ই হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরী করা হাল্লোঙ (বাংলায় টুরঙ বলা হয়) নামে সুপরিচিত। কিন্তু এই বৃদ্ধের বয়স প্রায় ৮৫-র ছুঁই ছুঁই। তার আয়ের রোজগার হিসেবে দৈনিক এই হাল্লোঙ বুনে ২০০-৩০০টাকা বিক্রি করে। ছবিটি রাঙামাটির বেতছড়ি হতে ফেরার পথে নানিয়ারচর ভুঁইয়াদম এলাকা থেকে তোলা।
লেখা ও ছবিঃ নিউটন চাকমা, কাউখালী প্রতিনিধি, রাঙামাটি।