
ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে মঙ্গলবার রাতে এক আজব প্রাণী এসেছে এমন আতংক ছড়িয়ে পড়ে পৌরসভার কামারকোনা মহল্লায়। কয়েকজনের মুরগি খেয়ে ফেলার পর এই আতংক আরো বেশি ছড়িয়ে পড়ে চারদিকে। এসময় বাড়ি থেকে বের হয়ে এলাকা ঘেরাও করে জনতা। উপস্থিত লোকজনের মুখে নানারকম কথা গুজব ছড়িয়ে পড়ে। ২৫ জানুয়ারী বুধবার প্রাণীটিকে উদ্ধার করা হয়েছে।
কটিয়াদী পৌর এলাকার কামারকোনা মহল্লার বাসিন্দা এসএম নজরুল ইসলাম জানান, একটি প্রাণী এলাকায় ছড়িয়ে পড়ছে এমন খবর ছড়িয়ে পড়লে কিছুটা আতংক ছড়ায়। মানুষ এলাকাটি ঘেরাও করে ফেলে। অনেক চেষ্টার পর একটি প্রাণী ধরা হয়। এটির নাম আমরা জানতে পারিনি। পরে খবর দিয়ে এটি বন বিভাগের কাছে তুলে দেওয়া হয়েছে।
কটিয়াদী উপজেলা বন কর্মকর্তা হারুন অর রশীদ বলেন,’ প্রাণীটি উদ্ধার করে আনা হয়েছে। আমাদের হেফাজতে আছে। আসলে এটি একটি বন্য বিড়াল। হঠাৎ দেখার ফলে এমন ভয় আতংকের সৃষ্টি হয়েছিলো হয়ত। এটি গ্রামের বন জঙ্গলে পাওয়া যায়, তবে আগের চেয়ে কমে গেছে এদের সংখ্যা। এটুকে উপযুক্ত স্থানে ছেড়ে দেওয়া হবে।’